• rajdiahighschool@yahoo.com
  • 01309-111172

Chairman Message

শতাব্দীর প্রাচীন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ ক্রিমপুরের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। শতবর্ষের গৌরবোজ্জ্বল এই বিদ্যাপীঠ এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। স্কুলের অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজের বিভন্ন ক্ষেত্রে তথা দেশ ও জাতির উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিধায় তাদের অবদান অনস্বীকায© । এছাড়া একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রক্তন ছাত্র প্রবাসে অবস্থান করে দেশের রেমিটেন্স আহরণে অনন্য অবদান রাখছে। সাধারণ ও কারিগরি শিক্ষাসহ মোট ২৫ টি শাখার মাধ্যমে স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে । স্কুলে বর্তমানে প্রায় ১৪০০ জন ছাত্রছাত্রী রয়েছে। স্কুলের খেলার মাঠ ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী বহন করে। ১৯৫৪ সারে যুক্ত ফ্রন্টের নির্বাচনী জনসভায় এই মাঠে ভাষণ দিয়েছিলেণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী সহ অনেকে । স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন জনসভায় দেশের অনেক জাতীয় নেতৃবৃন্দ এই ঐতিহাসিক মাঠে বক্তৃতা প্রদান করে ঐতিহ্যবাহী স্কুলের শ্রীবৃদ্ধি করেছেন। পরিশেষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে অত্র অঞ্চলে বিদ্যালয়টিকে একটি অদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ।

MD. MUKSUD ALAM KHAN

Chairman
Rajdia Avoy Pilot School & College