• rajdiahighschool@yahoo.com
  • 01309-111172

History

প্রাচীন বাংলার বিখ্যাত অঞ্চলগুলোর মধ্যে বিক্রমপুর অন্যতম। তৎকালীন বিক্রমপুরের কিছু গ্রাম ছিল ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ । সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, ইছামতি বিধৌত রাজদিয়া গ্রাম তাদের মধ্যে অন্যতম । ব্রিটিশ শাসনামলের শেষের দিকেও এই গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের স্বনামধন্য মুখাজী© পরিবার একটি হাই স্কুল প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেন। উল্লেখ্য যে, ব্রিটিশ শাসনামলে অত্র অঞ্চলে প্রশাসনিক ও দাপ্তরিক কায©ক্রমসমূহে ইংরেজি ভাষায় গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মুখাজী© পরিবারের শ্রী গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ও পরিবারের সদস্যরা তাদের পুব©পুরুষ শ্রী অভয় মুখাজী©র নামে রাজদিয়া গ্রামে ১৯১৮ সালে “রাজদিয়া অভয় ইংলিশ হাই স্কুল” প্রতিষ্ঠা করেন। এই স্কুলের নামে তারা ৩.৫১ একর জমি দান করেন এবং টিনের ঘর নির্মাণসহ প্রয়োজনীয় চেয়ার,টেবিল, ঘড়ি, ঘন্টা ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করেন। তাঁরা বিদ্যালয়ের নামে একটি ট্রাস্ট গঠন করেন । ট্রাস্টর দলিলে পরিবারের পুত্রবধূ শ্রীমতি হেমাঙ্গিনী দেবী নাবালক তিন পূত্রের পক্ষে স্বাক্ষর করেন । পরবর্তীকালে শ্রীমতি জয়ন্তী দেবী এই স্কুলের নামে আরও কিছু সম্পত্তি দান করেন । ইহা স্কুল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত পটভূমি । পরবর্তীকালে এ স্কুল প্রতিষ্ঠায় অনেকেই বিশেষ অবদান রেখেছেন । কলেজের পেক্ষাপটঃ ২০২১ সালে করোনা মহামারির কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় । বিদ্যালয়ে তখন ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি। পরিচালনা পরিষদের সভাপতি কৃষিবিদ জনাব মুকসুদ আলম খান , তিনি পরিকল্পনা করেন বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার । কলেজ বাস্তবায়নে গঠন করলেন ৫১ সদস্য বিশিষ্ট কলেজ বাস্তবায়ন কমিটি । ২০২১ সালের ১১ সেপ্টেম্বর কমিটির ১ম সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মকসুদ আলম খান (মুকুট) তিনি উপস্থিত সকলের সামনে স্কুলকে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন । কলেজ করার বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন । সেই সাথে বিদ্যালয়ের সভাপতি মহোদয় এর নির্দেশে প্রধান শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় বরাবর একাদশ দ্বাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতির জন্য আবেদন করেন । পরে ধারা বাহিকতা অনুযায়ী : . শিক্ষা মন্ত্রনালয় ঢাকা শিক্ষাবোর্ড কে স্কুল পরিদর্শন করার আদেশ দেন । গত ০৬ নভেম্বর 2021 খ্রিঃ বিদ্যালয়ের ইতিহাসে একটি অনন্য দিন । ঐ দিন বিদ্যালরেয়র সভাপতি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের তিনজন কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করতে আসেন । ১। প্রফেসর জনাব এস এম আমিরুল ইসলাম , পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড© , ঢাকা । ২। প্রফেসর জনাব আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেন , কলেজ পরিদশ©ক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড© , ঢাকা । ৩। প্রফেসর জনাব মোহাম্মদ আবুল মুনসুর ভূইয়া , বিদ্যালয় পরিদশ©ক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড© , ঢাকা । কম©কতা©গন দীর্ঘ সময় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন । পরিদর্শন বোর্ডের কর্মকর্তাদের পরিদশ©ন প্রতিবেদনটি মর্ন্ত্রণালয়ে পাঠানোর পর শিক্ষা মন্ত্রনালয় গত ১৮ই জুলাই ২০২২ খ্রিঃ প্রতিস্ঠানটিকে স্কুল এন্ড কলেজ হিসেবে অনুমোদন করেন। সব©শেষে বোর্ড অফিস ২টি বিভাগে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করেন ।